
ভারতীয় নৌবাহিনীতে ৫৫ ফায়ারম্যান ও লস্কর
Indian Navy Fireman recruitment
নেভিতে ইস্টার্ন ন্যাভাল কমান্ড লস্কর – ।, পদে ৫৫ জন লোক নিচ্ছে । নিয়োগ হবে ফায়ারম্যান ও লস্পকর পদে। প্রার্থির যোগ্যতা সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হল।
কোন কোন পদের জন্য কারা যোগ্যঃ
পদ অনুসারে যোগ্যতারও পার্থক্য আছে। তাই আবেদনের আগে আপনার যোগ্যতা মিলিয়ে নিন। আবেদনের লিঙ্ক নিচে দেওয়া হল।
লস্কর:
এই পদে আবেদনের জন্য প্রার্থিকে নুন্যতম মাধ্যামিক পাষ হতে হবে। এছাড়াও সাঁতারের কাজে দক্ষতা থাকলে তবেই এই পদে আবেদন করা যাবে।
১ বছরের শিপ বা, ক্যাফটের কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়। অর্থাৎ অভিজ্ঞ প্রার্থিদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সঃ
এই পদে আবেদনের জন্য প্রার্থির বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। এছাড়া তপশিলীরা ৫ বছর ছাড় পাবেন। ও.বি.সি.’রাও নিয়ম অনুসারে ৩ বছর ছাড় পাবেন। প্রতিবন্ধিরাও সরকারি নিয়ম অনুসারে বয়সে যথারীতি ছাড় পাবেন।
আই পদের জন্য মূল মাইনে হবে ১৮,০০০-৫৬,৯০০ টাকা ।
লস্কর পদে শূন্যপদঃ
লস্কর পদে মোট ৪৬ টি আসনে নিয়োগ হবে। যার মধ্যে জেনারেল প্রার্থির জন্য ২২ টি, ও.বি.সি প্রার্থির জন্য ১১ টি , তফসিলি উপজাতি দের জন্য ৫ টি আসন সংরক্ষিত। এর মধ্যে প্রাক্তন সমর কর্মিদের জন্য ৫টি ও মেধাবী খেলোয়াড়দের জন্য ২ দুটি আসন সংরক্ষিত আছে।
Indian Navy Fireman recruitment
ফায়ারম্যানঃ
সাঁতারের কাজে দক্ষ ও যারা মাধ্যমিক পাশ হলে এই পদে আবেদন করতে পারেন। প্রি-সী ট্রেনিং কোর্স পাশ করা থাকলে ভালো হয়।
ফায়ারম্যান পদের জন্য বয়সঃ
ফায়ারম্যান পদে আবেদনের জন্য বয়স ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে । এছাড়া তপশিলীরা ৫ বছর ছাড় পাবেন। ও.বি.সি.’রা ৩ বছর ছাড় পাবেন। এছাড়া প্রতিবন্ধীরাও নিয়ম অনুযায়ী বয়সে যথারীতি ছাড় পাবেন।
এই পদে নির্বাচিত হলে মূল মাইনে হবে ১৮,০০০-৫৬,৯০০ টাকা ।
Indian Navy Fireman recruitment
ফায়ারম্যানে শূন্যপদঃ
ফায়ারম্যানে মোট ৯ টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে জেনারেল প্রার্থিদের ৫টি। ও.বি.সি প্রার্থিদের জন্য ২টি আসন সংরক্ষিত। তপসিলি জাতির জন্য ১টি। ও তপসিলি উপজাতি প্রার্থিদের জন্য ১টি আসন সংরক্ষিত। এর মধ্যে প্রাক্তন সমর কর্মিদের জন্য ৫টি আসন সংরক্ষিত। মেধাবী খেলোয়াড়দের জন্য ১টি আসন সংরক্ষিত।
নিয়োগ পদ্ধতিঃ
প্রার্থি বাছাই করা হবে শারিরিক সক্ষমতার ভিত্তিতে। বাছাই প্রার্থি থেকে মোট শূন্যপদের ২৫ গুণ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।
শারীরিক সক্ষমতা পরিক্ষার পদ্ধতিঃ
শুধু ফায়ারম্যান পদের বেলায় ৭ মিনিটে ৮০০ মিটার দৌড়াতে হবে । এরপরে ২.৩০ মিনিটে ৫০ মিটারের সুইমিং টেস্ট হবে।
লিখিত পরীক্ষার বিষয়ঃ
লিখিত পরিক্ষা নেওয়া হবে নিম্নলিখিত বিষয়ে।
জেনারেল ইন্টেলিজেন্সি ও রিজনিং -২০ নম্বর। জেনারেল ইংলিশ-২০ নম্বর। নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড ২০ নম্বর। জেনারেল নলেজ-২০ নম্বর। ও সংশ্লিষ্ট ট্রেডের ওপর জেনারেল অ্যাওয়ারনেস -২০ নম্বর।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে। যার লিঙ্ক নীচে দেওয়া হল।
দরখাস্ত করতে হবে সাধারন কাগজে। যার নির্ধারিত বয়ান ওয়েবসাইটে পেয়ে যাবেন। লিঙ্ক নিচে দেওয়া হল।
আবেদনের সঙ্গে দেবেনঃ
আবেদন পত্রের সঙ্গে নিচের প্রমানপত্র গুল দেবেন।
বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট স্ব-প্রত্যয়িত নকল, এখনকার তোলা ও স্ব-প্রত্যয়িত করা ২ কপি পাসপোর্ট মাপের ছবি ।
নটিশ পড়তে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় ২৭শে আগস্ট।
কনো প্রশ্ন থাকলে নিচে জানান।
আবেদনের আগে অফিসিয়াল নটিশ অবশ্যিই পড়ুন। মনেরাখবেন কাজ বার্তা শুধু খবরটি জানিয়ে দেয়। খুটিনাটি নোটিশে দেখে নিন। এখানে আমরা যথাসাধ্য সঠিক তথ্য দেবার চেষ্টা করেছি। তবে কথাও সামান্য ভুল থকে গেলে কাজ বার্তা কনো ভাবেই দায়ী থাকবে না।
Leave a Reply