West Bengal Postal Circle Multi Tasking Staff

পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে মালটি টাস্কিং স্টাফ পদে নিয়োগের আবেদন চলছে। মোট ২৪২ তি শূন্য পদ রয়েছে।  মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমের প্রার্থীদের বেলায় স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে। আবেদন করা যাবে অনলাইনে। ইন্ডিয়া পস্ট এর অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদনের লিংক নিচে দেয়া হল। West Bengal Postal Circle Multi Tasking Staff

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। এর সাথে সাথে মাধ্যমিক স্তরে যে স্থানে আবেদন করবে তার স্থানীয় ভাষা অন্যতম বিষয় হিসেবে পড়ে থাকতে হবে। দরখাস্ত করতে হবে ৪ অক্টোবরের মধ্যে।

বয়সের যোগ্যতা

এই পদে আবেদনের জন্য নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর। সর্বোচ্চ বয়স ২৫ বছরের মধ্যে হলে তারাই এই পদে আবেদন করতে পারবেন। বয়সের হিসাব হবে ৪/ ১০/২০১৮ অনুযায়ী করতে হবে। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি প্রার্থীরা ৫ বছরের বয়সের ছাড় পাবেন। ওবিসি প্রার্থীরা তিন বছরের বয়সের ছাড় পাবেন। এছাড়া প্রতিবন্ধীরা ১০ বছরের বয়সের ছাড় পাবে। প্রাক্তন সমর কর্মী ও অন্যান্যরা যাদের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

আবেদনের ফিজ্‌

এই পদে আবেদনের জন্য মোট ৫০০ টাকা জমা দিতে হবে। পরীক্ষার ফিজ্‌ বাবদ ৪০০ টাকা আবেদন ফিজ্‌ বাবদ আরো ১০০ টাকা জমা দিতে হবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ুন।
তবে মনে রাখবেন তপশিলি জাতি, উপজাতি, প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের পরীক্ষার ফিজ্‌ বাবদ কোন অর্থ দিতে হবে না। ফিজ জমা দেওয়া যাবে ি পোস্ট অফিসের মাধ্যমে।

আবেদনের পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে ৪ অক্টোবরের মধ্যে। আপনি কী এই পদের যোগ্য?  নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদন করতে পারেন। এ পদে আবেদনের জন্য প্রার্থীর একটি চালু ইমেইল আইডি থাকতে হবে। আবেদনের আগে পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবেন। যা ২০ কেবি সাইজের মধ্যে হতে হবে। নীচে দেওয়া লিঙ্কে গিয়ে ফর্মটি ভরাট করে সাবমিট করবেন। আবেদনের ফিজ জমা দেওয়ার পরে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম টি প্রিন্ট আউট নেবেন। মনে রাখবেন এটি কোথাও পাঠাতে হবে না। পরীক্ষার সময়, তারিখ ও স্থান পরে অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হবে।

পরিক্ষা পদ্ধতি

পরিক্ষা হবে ১০০ নম্বরের। পরিক্ষার জন্য সময় থাকবে ২ ঘন্টা। প্রশ্ন হবে মাল্টিপিল চয়েস। West Bengal Postal Circle Multi Tasking Staff পদের জন্য চারটি বিষয়ে প্রশ্ন হবে। প্রত্যেকটি বিষয়ে থাকবে ২৫ নম্বর। বাংলা, ইংরেজি, জেনারেল নলেজ ও অংকের উপর প্রশ্ন করা হবে।

West Bengal Postal Circle Multi Tasking Staff পদে আবেদনের আগে বিজ্ঞপ্তি পড়ুন। তারপর আবেদন করবেন। আবেদনের সময় খুটিনাটি দেখে নেবেন। নাম যোগ্যতা মিলিয়ে নেবেন। তারপর সাবমিট করবেন।

আবেদনের আগে অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নেবেন। এ বিষয়ে আরো কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান। আমরা যথাসাধ্য আপনাদের সাহায্য করার চেষ্টা করব। মাথায় রাখবেন এখানে যা কিছু বলা আছে তা সংবাদ স্বরূপ ফলে বিজ্ঞপ্তি না পড়ে আবেদন করবেন না। অনিচ্ছাকৃতভাবে এখানে কোথাও ভুল থাকলে তার জন্য কাজ বার্তা কোনভাবেই দায়ী থাকবেনা।

আবেদনের শেষ সময় ০৪/১০/২০১৮। 

আবেদন করতে এখানে ক্লিক করুন। 

খবরটি ইংরেজিতে পড়তে ঘুরে দেখুন Job and Guide